ক্র. নং
|
প্রকল্পের নাম
|
প্রকল্প পরিচালকের নাম, টিলিফোন, ও মোবাইল নম্বর
|
প্রকল্পের প্রধান উদ্দেশ্য
|
প্রধান কার্যাবলী
|
০১
|
কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলাবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন প্রকল্প (৩য় পর্যায়), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
|
জনাব মোঃ খায়রুল আলম,
ফোনঃ ৮৮-০২-৯১১৬১৪৬,
মোবাঃ ০১৯১৫১৬১৭৮৪
|
উদ্দেশ্যঃ ১) ইউনিয়ন ভিত্তিক ‘‘বীজ এসএমই’’ স্থাপনের মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত বীজ নিশ্চিতকরণ; ২)। উন্নত বীজ ব্যবস্থাপনা ও অধুনিক প্রযুক্তি প্রয়োগে ডাল, তেল ও মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি; ৩) ডাল, তেল ও মসলা আমদানী হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সাশ্রয়; ৪) মৌ চাষের মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্ঠি করা; ৫) সুষম মাত্রায় ডাল, তেল ও মসলা সরবরাহ করে মানব স্বাস্থ্যের পুষ্টি নিশ্চিত করা; ৬) উন্নত মানের বীজ ব্যবস্থাপনার ও মৌ চাষে মহিলাদের অংশগ্রহণে গ্রামীণ দারিদ্য্র হ্রাস এবং ৭) শস্য বিন্যসে ডাল, তেল ও মসলা ফসল অর্ন্তভূক্ত করে পানি সাশ্রয় ও মাটির স্বাস্থ্য সুরক্ষা।
|
কার্যক্রমঃ বীজ এসএমই গঠন, কর্মশালা, বীজ উৎপাদন পস্নট, বীজ প্রত্যয়ন, মাঠ দিবস, ওজন মেশিন, সেলাই মেশিন, ময়েশ্চার মিটার, বীজ সংরক্ষণ পাত্র, আধুনিক বীজ চালুনী, মৌ-বাক্স ও এক্সট্রাকটর, কৃষক প্রশিক্ষণ, এসএএও প্রশিক্ষণ, অফিসার প্রশিক্ষণ-, উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ ও কৃষক পুরস্কার।
|
০২
|
কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
|
ড. মঝহারুল আজিজ,
ফোনঃ
মোবাঃ ০১৭১২১১৯২৫৯
|
উদ্দেশ্যঃ ১) কৃষকগণের নিকট কৃষি আবহাওয়া সংক্রামত্ম তথ্যাদি পৌঁছে দেওয়া, আবহাওয়া এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাবসমূহের সাথে কৃষকগণের খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধি করা; ২) কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি প্রচলন করা এবং যথোপযুক্ত তথ্য এবং উপাত্ত প্রণয়ন করা; ৩) কৃষি ক্ষেত্রে আবহাওয়া সংক্রামত্ম ঝুঁকি সম্পর্কিত তথ্যাদি কৃষকগণের নিকট পৌঁছে দেয়া; (ঘ) কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণের মাধ্যমে ডিএই’র সক্ষমতা বৃদ্ধি করা।
|
কার্যক্রম ঃ এগ্রো-মেট্রোলজিকেল ডাটাবেইস প্রস্ত্ততকরণ, একটি কমপ্রিহেন্সিভ ওয়েবসাইট সেট করা, এগ্রো-মেট্রোলজিকেল পরামর্শ সেবা প্রদান, ৬৪ জেলায় ৪৮৭টি উপজেলার আবহাওয়া ও জলবায়ু সেবা সংক্রামত্ম কৃষকের চাহিদা নিরম্নপন, ৪০৫১টি ইউনিয়ন স্বয়ংক্রিয় রেইন গেজ ও এগ্রো-মেট্রোলজিকেল ডিসপেস্ন বোর্ড স্থাপন, ৪৮৭টি উপজেলায় এগ্রো-মেট্রোলজিকেল কিওস্ক স্থাপন।
|
০৩
|
লেবু জাতীয় ফসলেরসম্প্রসারণ, ব্যবস্থাপনাও উৎপাদন বৃদ্ধিপ্রকল্প
|
জনাব ফারুখ আহমদ,
প্রকল্প পরিচালক
মোবাইল নম্বরঃ ০১৭১২৯১৭২৬২
|
|
|
০৪
|
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প
|
মোঃ মোয়াজ্জেম হোসেন প্রকল্প পরিচালক
মোবাইল নম্বরঃ
০১৭১৬৭৭৭৮০৫
|
|
|
০৫
|
ন্যশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম -২য় পর্যায় (এনএটিপি-২)
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
|
ড. রতন চন্দ্র দে,
ফোনঃ ৮৮-০২-৫৮১৫৫৬১৩,
মোবাঃ ১৭১৬৬০৪৬০১
|
উদ্দেশ্যঃ ১) প্রধান প্রধান ফসলের উৎপাদনশীলতা ফসলভেদে ১০-১৫ ভাগ বৃদ্ধি করা; ২) সর্বমোট ২৭১৫০ টি সিআইজি দল গঠন; ৩) ৬০% সিআইজি গ্রম্নপে সদস্যদের মধ্যে কমপক্ষে ১ (এক)টি করে নতুন প্রযুক্তি গ্রহণ করবে; ৪) প্রকল্প সেবাপ্রাপ্ত ৯৩% কৃষককে সমেত্মাষজনক সেবা প্রদান; ৫) মানসম্পন্ন ফসলের চারা/কলম উৎপাদনের জন্য হর্টিকালচার সেন্টারের উন্নয়ন; ৬) বীজ প্রত্যয়ন এজেন্সি ও পিপি উইঃ, ডিএই’র গবেষনাগার উন্নয়ন।
|
কার্যক্রম ঃ প্রশিক্ষণ, সিআইজি গঠন, পরিকল্পনা প্রণয়ন প্রদর্শনী স্থাপন, মাঠ দিবস, হর্টিকালচার সেন্টার উন্নয়ন কার্যক্রম, বীজ প্রত্যায়ন এজেন্সি ও ও পিপি উইং গবেষণাগার উন্নয়ন শক্তিশালীকরণ, লজিষ্টিক সাপোর্ট, কৃষি যন্ত্রপাতি ও অফিস সরঞ্জাম।
|
০৬
|
খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
|
জনাব মোঃ আলমগীর হোসেন খান, ফোনঃ ৮৮-০২-৮১৪৪৩৮৬,
মোবাঃ ০১৭১৫০২৭৪৯৫
|
উদ্দেশ্যঃ ১) মাঠ পর্যায়ে যথোপযুক্ত পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচের পানির অপচয় কমিয়ে সেচ দক্ষতা বৃদ্ধি, সেচ এলাকা সম্প্রসারণ ও সেচ খরচ কমানো; ২) সেচ যন্ত্রপাতি ব্যবহারকারী, চালক বা মেরামতকারীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান।
|
কার্যক্রমঃ এফএফএস গঠন, কৃষক প্রশিক্ষণ, এসএএও প্রশিক্ষণ, মেকানিক প্রশিক্ষণ, কারিগরি কর্মকর্তা প্রশিক্ষণ, পানি ব্যবস্থাপনা প্রদর্শনী, মাঠ দিবস।
|
০৭
|
সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
|
জনাব মহাম্মদ মাইদুর রহমান,
৮৮-০২-৯১৪০৫০৬,
মোবাঃ ০১৭১১০৫৩০৪৩
|
উদ্দেশ্যঃ ১) কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা এবং শস্যের নিবিড়তা ১৫-২০% বৃদ্ধি; ২) কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষির উন্নয়ন এবং কৃষক গ্রুপ গঠন ও বিদ্যমান কৃষক দলের কার্যক্রম জোরদারকরণ ৩) বিদ্যমান শস্য বিন্যাসের মধ্যে উচ্চমূল্যের ফসল ও স্বল্প পানি চাহিদার শস্য আবাদের মাধ্যমে বহুমূখী শস্য আবাদ এলাকা বৃদ্ধি করা; ৪) বসতবাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গনে ফল-সবজি বাগান স্থাপন এবং সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে মহিলা, ছাত্র-ছাত্রী এবং জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করা; ৫) কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশলের মাধ্যমে চর, হাওর ও দারিদ্র প্রবণ এলাকায় গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
|
কার্যক্রম: ১৪ ক্যাটাগরির বিভিন্ন ফসলের প্রদর্শনী, কৃষক প্রশিক্ষণ, কৃষক দল গঠন, কৃষক গ্রম্নপের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ, জেলা পর্যায়ে প্রযুক্তি মেলা, কৃষক, এসএএও, এবং কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ।
|
০৮
|
সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাইলট প্রকল্প
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
|
জনাব মোঃ আব্দুল আজিজ সরকার
মোবাঃ ০১৭২২২৮০২৭৭
|
উদ্দেশ্যঃ ১) সেচ কাজে সৌবশক্তি ব্যবহার করে জ্বালানী তেল/বিদ্যুৎ সাশ্রয় ৯৫-১০০%; ২) আধুনিক পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচ দক্ষতা উন্নয়ন; ৩) ভু-উপরিস্থ পানির ন্যূনতম ব্যবহারের মাধ্যমে সেচ পানির প্রাপ্যতা বৃদ্ধি করা; ৪) ভহ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে উৎসাহিত করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এবং সেচ খরচ কমানো; ৫) আধুনিক খামার ব্যবস্থপনা ও পানি ব্যবহার সম্পর্কে কৃষকদের জ্ঞান বৃদ্ধি এবং সচেতন করে তোলা; ৬) সমন্বিত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।
|
কার্যক্রমঃ সোলার সেচ প্রদর্শনী; বারিড পাইপ সেচ প্রদর্শনী; ড্রিপ সেচ প্রদর্শনী; পাতকুয়া খনন; কৃষক মাঠ স্কুল; কৃষক প্রশিক্ষণ; মেকানিক প্রশিক্ষণ; কর্মকর্তা প্রশিক্ষণ; উদ্দুদ্ধকরণ ভ্রমন; মাঠ দিবস ও লজিষ্টিক সাপোর্ট প্রদান।
|
১০
|
উপজেলা পর্যায়ে প্রযুক্তি হসত্মামত্মরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়)
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
|
জনাব মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী ফোনঃ ৮৮-০২- ৯১৩২৮১৪,
মোবাঃ ০১৫৫৩৭৪৯১৭৮
|
উদ্দেশ্যঃ১) প্রাতিষ্ঠানিক কৃষক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ভৌত অবকাঠামো উন্নয়ন; ২) ১০৬টি উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মান ও ২০টি ইউনিয়ন কৃষক সেবা কেন্দ্র নির্মণ; ৩) আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের পরিকল্পিত, বাস্তবধর্মী ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাঁদের দৃষ্টিভঙ্গির উন্নয়ন; ৪) সম্প্রসারণ কর্মীদের কারিগরী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষি গবেষণা লব্ধ ফলাফল ও মাঠ পর্যায়ের ফলাফলের মধ্যে ফলন পার্থক্য কমানো।
|
কার্যক্রমঃ কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, ইউনিয়ন কৃষক সেবা কেন্দ্র নির্মাণ; কৃষক প্রশিক্ষণ, কর্মশালা; ব্লক প্রদশর্নী ও মাঠ দিবস; কর্মকর্তা প্রশিক্ষণ; এসএএও প্রশিক্ষণ ও লজিষ্টিক সাপোর্ট প্রদান।
|
|
|
১১
|
পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প, (অক্টোবর/১৮-জুন ২০২৩),
|
জনাব আহসানুল হক চৌধুরী, প্রকল্প পরিচালক, ফোনঃ ৯১১৫২৬৪, ০১৭৭৭৫১৭৪৪
|
উদ্দেশ্যঃ ১) নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা , ২) প্রশিক্ষণের মাধ্যমে কৃষকের কারিগরি দক্ষতা এবং নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি করে কৃষক, শ্রমিক ও ভোক্তার শারীরিক-মানষিক স্বাস্থ্য নিশ্চিত করা, ৩) খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রদর্শনী স্থাপনের মাধ্যমে প্রমানিত আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা, ৪) প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে মহিলাদের সম্প্রক্ততা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও গুনগত মানসম্পন্ন ফসল উৎপাদনে সচেতনতা বৃদ্দি এবং আয়ের সুযোগ সৃষ্টি করা, ৫) সর্বোপরি টেকসই উন্নয়নের লক্ষ্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরা।
|
কার্যক্রম ঃ জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী-৩৫৫৬০টি, আইপিএম মডেল ইউনিয়ন স্থাপন-২০টি, স্কুল আইপিএম-৩১৭টি, কৃষক মাঠ স্কুল-{(ধান, সবজি ও ফল)-ধান-১২৬৮টি, ভুট্টা-৩১৭টি, সবজি-৬৩৪০টি, ফল-৪৬৬টি}, ওরিয়েন্টেশন কোর্স (বিভাগীয় কর্মকর্তা)-২২ ব্যাচ (৬৬০জন), রিফ্রেসার্স কোর্স (এফটি)-১২ব্যাাচ (৩৬০ জন), টিওটি (বিভাগীয় প্রশিক্ষক)-৫ ব্যাচ (৪০০জন), টিওটি (কৃষক প্রশিক্ষক)--২১ ব্যাচ (৬৩০জন), ক্র্যাস কোর্স ফর ট্যাগ এসএএও-২১ ব্যাচ (৬৩০জন), আইপিএম ক্লাব সহায়তা-১৫৮৫টি।
|