শিরোনাম
"Synchronized cultivation " আগামী দিনের কৃষির এক অপরিহার্য উদ্যোগ । একসাথে চাষাবাদের মাধ্যমে ধান ফসলের রোপণ ও কর্তনের সময় উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে যন্ত্রের ব্যবহার যথার্থ ভাবে বাস্তবায়নের জন্য synchronized cultivation এর বিকল্প নেই ।আজ শুরু হলো ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামে । 120 বিঘা জমিতে Rice transplanter দ্বারা রোপণের জন্য প্রস্তুত করা হয়েছে বীজতলা । ট্রে ও বেডে পলিথিন বিছিয়ে অত্যন্ত চমৎকার ভাবে তৈরি বীজতলার চারা নিপুণ হাতে আইয়ুব আলীর নেতৃত্বে kubuta transplanter এর মাধ্যমে আজ শুরু হলো transplantation. এই কার্যক্রম চলমান থাকবে ।